Rajbari Protidin

২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , শনিবার
ব্রেকিং নিউজ

ইসলামপুর ইউনিয়নের উপকারভোগীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বালিয়াকান্দি প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে রামদিয়া বিএমবিসি উচ্চ বিদ্যালয় চত্বরে উপকারভোগীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে মতবিনিময় সভা ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহম্মদ আলী মাস্টারের সভাপতিত্বে ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন মন্ডলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা আাওয়ামী লীগের সহ সভাপতি ফকরুজ্জামান মুকুট, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএ হান্নান মোল্লা, উপজেলা আাওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এহসানুল হাকিম সাধন, ইসলামপুর ইউনিয়ন আাওয়ামী লীগের সভাপতি বশির আহম্মেদ মিনু, সুবিধাভোগি মোঃ ফারুক হোসেন ও আবদুল্লা প্রমুখ।
এসময় ইসলামপুর ইউনিয়নের সুফলভোগী ও উপজেলা, ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি জিল্লুল হাকিম বলেন এ দেশের উন্নয়ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া অন্য কেউ করে নাই। বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়েছে, ১০ টাকা কেজি দরে চাউল দিচ্ছে, প্রতিবন্ধি ভাতা, বয়স্ক ভাতা, মাতৃত্বকালীন ভাতা, টিসিবি কার্ড সহ সকল সুবিধা আওয়ামী লীগ সরকার তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ মানুষের জন্য দিয়েছেন। বিএনপি কোন উন্নয়ন করে নাই, বিএনপির নেত্রী শুধু রুপ চর্চা নিয়ে ব্যস্ত ছিলেন উন্নয়ন করবে কি। খালেদা জিয়া ক্ষমতায় এসে সমস্ত কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়েছিলো। গরিব মানুষ কেন চিকিৎসা পাবে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে পূনরায় আবার কমিউনিটি ক্লিনিক চালু করে।
মতবিনিময় সভায় উপকারভোগীদের এমপি জিল্লুল হাকিম বলেন, দেশের উন্নয়নের ধারা ও মানুষের অধিকার রক্ষায় আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। বিএনপি ক্ষমতায় আসলে সব বন্ধ করে দিবে আবার তাই ভূলেও বিএনপিকে ক্ষমতায় আনা যাবে না।

সোশাল মিডিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: