Rajbari Protidin

২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , শনিবার
ব্রেকিং নিউজ

রাজবাড়ী জেলার কবি ও কবিতা গ্রন্থের প্রকাশনা উৎসবের বর্ণিল আয়োজন

স্টাফ রিপোর্টার : রাজবাড়ী জেলার কবিদের নিয়ে প্রকাশিতব্য “রাজবাড়ী জেলার কবি ও কবিতা” কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন শনিবার রাজবাড়ী শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলা একাডেমির মহাপরিচালক জাতি সত্তার কবি মুহাম্মদ নুরুল হুদা এবং উদ্বোধক হিসেবে থাকবেন রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান। বিশেষ অতিথি থাকবেন, রাজবাড়ী সরকারী কলেজের প্রাক্তন অধ্যক্ষ ড. ফকীর আব্দুর রশিদ, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রাক্তন মহাপরিচালক (গ্রেড-১) কবি রাম চন্দ্র দাস, ঢাকা সিআইডির অতিরিক্ত ডিআইজি খোন্দকার রফিকুল ইসলাম, রাজবাড়ী পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ, রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. ইমদাদুল হক বিশ^াস, আনন ফাউন্ডেশনের সভাপতি কবি স.ম. শামসুল আলম। আনন প্রকাশনের নির্বাহীর বক্তব্যে সম্পাদক ও গবেষক নজরুল ইসলাম নঈম। স্বাগত বক্তব্যে প্রদান করবেন, রাজবাড়ী জেলার কবি ও কবিতা সম্পাদক সরদার জাহাঙ্গীর আলম বাবলু। সভাপতিত্ব করবেন, রাজবাড়ী মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি, রাজবাড়ী সরকারী কলেজের সহকারী অধ্যাপক (অব:) ও বাস্তবায়ন কমিটির আহ্বায়ক কবি সালাম তাসির। এছাড়াও রাজবাড়ীর বিশিষ্ট সাহিত্যজন “রাজবাড়ী জেলার কবি ও কবিতা” কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
উল্লেখ্য যে, শুধুমাত্র রাজবাড়ী জেলার কবিদের নিয়ে “রাজবাড়ী জেলার কবি ও কবিতা” কাব্যগ্রন্থটি প্রকাশিত হচ্ছে। এ গ্রন্থটিতে রাজবাড়ী জেলার জীবিত-মৃত ১৭০ জন কবির কবিতা, সংক্ষিপ্ত জীবনী ছবিসহ প্রকাশিত হচ্ছে।
যেসকল কবিদের কবিতা গ্রন্থটিতে স্থান পেয়েছে তাঁদের মধ্যে উল্লেখযোগ্য কবিগণ হলেন- রোকনুজ্জামান খান, নাসের মাহমুদ, ডঃ ফকীর আব্দুর রশীদ, মনসুর উল করিম, রাম চন্দ্র দাস, উম্মে সালমা তানজিয়া, স.ম. শামসুল আলম, ওবায়েদ আকাশ, সালাম তাসির, আউয়াল আনোয়ার, এম.এ. কুদ্দুস, রমজান সাবেরী, শরীফ মোহাম্মদ কায়কোবাদ, শেখ সবুর মুহাম্মদ উদ্দিন, রাতুল কৃষ্ণ হালদার, মোল্লা মাজেদ, খোকন মাহমুদ, মনিরুজ্জামান মিন্টু, মুহাম্মদ ফিরোজ হায়দার, ছায়া চক্রবর্তী, রাজা হাসান, রাগীব হাসান, বাবলু মওলা, কাজী ফরিদ আহমেদ তপন, খোন্দকার হাফিজুল ইসলাম, ইউসুফ বাশার আকাশ, শ.ম. রশীদ কামাল, নেহাল আহমেদ, শংকর চন্দ্র সিনহা, মোহাম্মদ আব্দুল মান্নান, দীপঙ্কর মাহমুদ, আতিকা বেগম রাশি, সাদেক আলী দেওয়ান, সুলতান আহমেদ টিপু, মোসলেম উদ্দিন মনির, মুন্সী আমীর আলী, দ্বীন মোহাম্মদ দুখু, তাহমিনা মুন্নী, ফারহানা মিলি প্রমুখ।

সোশাল মিডিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: