Rajbari Protidin

২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , শনিবার
ব্রেকিং নিউজ

রাজবাড়ীতে গণপ্রকৌশল দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

আবু সাঈদ : রাজবাড়ীতে ইনিষ্ট্রিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণ প্রকৌশল দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। “উন্নয়নের জন্য উদ্ভাবন এবং উদ্যোক্তা নীতি” এ প্রতিপাদ্য বিষয় সামনে রেখে বুধবার সকাল ১০ টায় রাজবাড়ী ইনিষ্ট্রিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণ প্রকৌশল দিবস উপলক্ষে জেলা কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শিল্পকলা একাডেমীর সামনে পথসভা অনুষ্ঠিত হয়। জেলা নির্বাহী কমিটি (আইডিইবি) ভারপ্রাপ্ত সভাপতি নব কুমার দত্তের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, রাজবাড়ী -১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, রাজবাড়ী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ ইমদাদুল হক বিশ্বাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন (ইউডিবি ) রাজবাড়ীর সাধারণ সম্পাদক আবদুল লতিফ । সভায় প্রধান অতিথি আলহাজ¦ কাজী কেরামত আলী এমপি স্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) এর ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কর্ম দক্ষতা প্রশংশা করেন। তিনি বলেন এই প্রতিষ্ঠানের মাধ্যমে প্রকৌশল খাতের শুন্য স্থান পূরণ করতে সক্ষম হয়েছে। অনেক বেকার সমস্যা সমাধান হয়েছে।

সোশাল মিডিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: