Rajbari Protidin

২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , শনিবার
ব্রেকিং নিউজ

গোয়ালন্দে বসত ঘরের মুল্যবান জিনিসপত্র চুরির অভিযোগ

জহুরুল ইসলাম হালিম : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দক্ষিণ দৌলতদিয়া জিতু মাতুব্বর পাড়ায় ফাঁকা বসত ঘরের তালা ভেঙ্গে দুধর্ষ চুরির অভিযোগ পাওয়া গেছে। চোরদল ঘর থেকে মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে বলে পরিবারের গৃতকর্তী সুমি আক্তার শুক্রবার গোয়ালন্দ ঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তার বাবার বাড়ি কিশোরগঞ্জের নিকলী উপজেলায়। গত ৫ সেপ্টেম্বর ভাইয়ের বিয়ের দাওয়াতে সন্তানদের নিয়ে তিনি কিশোরগঞ্জ যান। চুরির খবর পেয়ে শুক্রবার বাড়ি ফিরে এমনটি দেখেন। সুমি জানান, বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে এক প্রতিবেশীর ফোন পেয়ে তিনি শুক্রবার সকালে বাড়ি পৌছেন। এ সময় তিনি দেখেন ঘরের বাইরের দরজার তালাসহ ভেতরের আলমারি ও ড্রয়ারের তালা ভাঙ্গা। চোরেরা তার একটি স্যামসাং কোম্পানীর ৮৫ হাজার টাকার মূল্যের টেলিভিশন, সিংগার কোম্পানীর ১৭ হাজার টাকা দামের একটি ওভেন, ১০ হাজার টাকা দামের একটি বক্সসেট, ৪৮ হাজার টাকা মূল্যের ৮ আনা ওজনের স্বর্ণের চেইন, ৪৮ হাজার টাকা মূল্যের ৮ আনা ওজনের এক জোড়া ঝুমকা, ৫ হাজার টাকার একটি পানির মোটর, প্রায় ৬ হাজার টাকা মূল্যের কসমেটিক্স সামগ্রীসহ কৃষি ব্যাংক ও ইসলামী ব্যাংকের দুটি চেক বই ও জমির কাগজপত্র নিয়ে গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনি অভিযোগপত্রে তার ভাশুর শহিদ শেখ, তার ছেলে মেহেদী হাসান, প্রতিবেশী জাহাঙ্গীর, আরিফ, কুদ্দুস, বাবর আলীর নাম উল্লেখ করেছেন।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, অভিযোগ পেয়ে থানার একজন এসআইকে তদন্তে পাঠালে ঘটনাটি তার কাছে সন্দেহজনক মনে হচ্ছে। কারণ সবকটি তালা স্বাভাবিকভাবে খোলা ছিল। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সোশাল মিডিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: