Rajbari Protidin

২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , শনিবার
ব্রেকিং নিউজ

রাজবাড়ীর পদ্মা নদীতে অভিযানে ১২ জেলেকে কারাদ- ॥ এক লক্ষ মিটার কারেন্ট জাল ধ্বংস

জহুরুল ইসলাম হালিম : রাজবাড়ীতে পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে মোবাইল কোর্টে ১২ জন জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদ- ও এক লক্ষ মিটার কারেন্ট জাল উদ্ধার করে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে জেলা মৎস্য অধিদপ্তর। অভিযানে ১৫ কেজি ইলিশ মাছ জব্দ করে স্থানীয় ২টি এতিমখানায় বিতরণ করা হয়।
শনিবার বেলা ১২টার দিকে পদ্মা নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করেন রাজবাড়ী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবরাজ চৌধুরী। এ অভিযানে রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মশিউর রহমান ও রাজবাড়ী সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজীব সহ রাজবাড়ী জেলা পুলিশের একটি চৌকস দল সহযোগিতা করেন।
রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মশিউর রহমান বলেন, প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে গত ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর ২০২৩ পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ রয়েছে। এ সময় দেশব্যাপী ইলিশ পরিবহণ, ক্রয়-বিক্রয়, মজুত ও বিনিময় নিষিদ্ধ করা হয়েছে। অবৈধ ভাবে মাছ শিকার করার জন্য তাদের মোবাইল কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। মা ইলিশ রক্ষায় তাদের এই অভিযান অব্যাহত থাকবে।

সোশাল মিডিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: