Rajbari Protidin

২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , শনিবার
ব্রেকিং নিউজ

পাংশায় ৭ শতাধিক মানুষ পেল চোঁখের সেবা

মেহেদী হাসান : “বিনামূল্যে সবার জন্য চক্ষু সেবা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় ৭ শতাধিক মানুষকে চোঁখের সেবা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের কাচারীমোড়ের খান বাড়িতে ফ্রি আই ক্যাম্পের আয়োজন করে মোয়াজ্জেম মনোয়ারা ফাউন্ডেশন।
এ সময় মোয়াজ্জেম মনোয়ারা ফাউন্ডেশনের পরিচালক মোঃ জাহাঙ্গীর হোসেন খানের সভাপতিত্বে ফ্রি চক্ষু ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন রাজবাড়ী জেলা জেলা প্রশাসক আবু কায়সার খান। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাফর সাদিক চৌধুরী, মৌরাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান চৌধুরী, মোয়াজ্জেম মনোয়ারা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বাবুল খান প্রমুখ।
পরে মোয়াজ্জেম মনোয়ারা ফাউন্ডেশনের আয়োজনে দৃষ্টি আই হসপিটালের পরিচালনায় ও কুমারখালির লোটাস চক্ষু হাসপাতালের সহযোগিতায় বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাংশা উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা ৭ শতাধিক চোঁখের রোগীকে বিনামুল্যে, ব্যবস্থাপত্র, চশমা, ঔষুধ প্রদান করা হয়।

সোশাল মিডিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: