Rajbari Protidin

২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , শনিবার
ব্রেকিং নিউজ

রাজবাড়ীতে পুলিশের উপর হামলা ও ককটেল উদ্ধারের মামলায় ছাত্রদল নেতা রোমানকে আদালতে সোপর্দ

স্টাফ রিপোর্টার : রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানকে সোমবার বিকেলে রাজবাড়ী আদালতে সোপর্দ করেছে সদর থানা পুলিশ। তাকে ২০২২ সালের ২০ নভেম্বর ছাত্রদলের বিক্ষোভ মিছিল শেষে ফেরার পথে পুলিশের উপর হামলা ও বিএনপি অফিসের পাশ থেকে ২টি ও ১শত গজ দুর থেকে ৫টিসহ ৭টি ককটেল উদ্ধারের মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গত ১৪ নভেম্বর দুপুর ১টায় সময় রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের বাড়ী থেকে গ্রেপ্তার করে র‌্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা। রাতে তাকে রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করে। পরে গত ২ সেপ্টেম্বর রাজবাড়ীতে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর শোভাযাত্রা থেকে পুলিশের ওপর অতর্কিত হামলা ও ভাংচুর করে। এ অভিযোগে রাজবাড়ী সদর থানার এসআই সোহেল রানা বাদী হয়ে ১১১ জনের নাম উল্লেখ করাসহ ২ হাজার থেকে ২ হাজার ২শত জনকে অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করেন। ওই মামলায় আরিফুল ইসলাম রোমানকে গত বুধবার সকালে আদালতে সোপর্দ করে। গত রবিবার তার জামিন মঞ্জুর হলে সন্ধ্যায় জেল থেকে বের হয়। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন বলেন, রাজবাড়ী জেলা কারাগার থেকে সন্ধ্যায় জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমান জামিনে মুক্তি পেয়ে বের হন। জেলা কারাগারের প্রধান ফটকের বাইরে সড়কে আসলে পুলিশ তাকে আবারও গ্রেপ্তার করে। সোমবার বিকেলে

সোশাল মিডিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: