Rajbari Protidin

২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , শনিবার
ব্রেকিং নিউজ

নৌকার প্রার্থী : রাজবাড়ী-১ আসনে কাজী কেরামত আলী রাজবাড়ী-২ আসনে মোঃ জিল্লুল হাকিম

স্টাফ রিপোর্টার : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ ( সদর ও গোয়ালন্দ) আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ¦ কাজী কেরামত আলী, রাজবাড়ী-২(পাংশা,বালিয়াকান্দি ও কালুখালী) আসনে সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এবারও আওয়ামী লীগের মনোনয়ন পেলেন।
রবিবার বিকেলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ¦ কাজী কেরামত আলী ৫ বার এমপি নির্বাচিত হন। রাজবাড়ী-২ আসনে সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম ৪ বার এমপি নির্বাচিত হন। আবারও আওয়ামী লীগের মনোনয়ন পেলেন ২জন।
আওয়ামী লীগের কাজী কেরামত আলী ৬ বার অংশগ্রহণ করে ৫ বার বিজয়ী হয়েছেন, ১৯৯২ সালে উপ-নির্বাচন কাজী কেরামত আলী (আ.লীগ), ১৯৯৬ সালে আওয়ামী লীগ (নৌকা) ৫১,৯৬৫ (বিজয়ী) ভোট পেয়ে বিজয়ী হন, ২০০১ সালে আওয়ামী লীগ (নৌকা) ৮৫,০৫৭ (পরাজিত) ভোট পান কাজী কেরামত আলী। ২০০৮ সালে আওয়ামী লীগ (নৌকা) ১,৪১,৫৬১ (বিজয়ী) কাজী কেরামত আলী, ২০১৪ সালে আওয়ামী লীগ (নৌকা) কাজী কেরামত আলী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন, ২০১৮ সালে আওয়ামী লীগ (নৌকা) কাজী কেরামত আলী ২লক্ষ ৩৮ হাজার ৯১৪ ভোট পেয়ে বিজয়ী হন।
রাজবাড়ী-২ আসনে জিল্লুল হাকিম ৫ বার নির্বাচনে অংশ গ্রহণ করেন চারবার এমপি নির্বাচিত হন। ১৯৯৬ সালে রাজবাড়ী-২ আসনে আ. লীগ (নৌকা) ৮৮,৬৬২ ভোট পেয়ে (বিজয়ী), ২০০১ সালে আ.লীগ (নৌকা) ১,২৭,৫৩৮ ভোট (পরাজিত), ২০০৮ সালে আ.লীগ (নৌকা) ১,৯১,৯৬১ ভোট (বিজয়ী), ২০১৪ সালে আ.লীগ (নৌকা) বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী, ২০১৮ সালে আ.লীগ (নৌকা) বিজয়ী।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত এবং ভোটগ্রহণ ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

সোশাল মিডিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: