Rajbari Protidin

২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , শনিবার
ব্রেকিং নিউজ

গোয়ালন্দে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

জহুরুল ইসলাম হালিম : রাজবাড়ীর গোয়ালন্দে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়াম্যান ও উপজেলা আ. লীগের সভাপতি মোঃ মোস্তফা মুন্সী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়াম্যান নার্গিস পারভীন, গোয়ালন্দ ঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শরিফুল ইসলাম, উজানচর ইউনিয়ন পরিষদ চেয়াম্যান মোঃ গোলজার হোসেন মৃধা, দেবগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হাফিজুল ইসলাম, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চেয়াম্যান আব্দুর রহমান মন্ডল, ছোট ভাকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রতিনিধি প্রমুখ।
আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় উপজেলার আইন-শৃঙ্খলা রক্ষা, খোলা ট্রাকে বালু বহন ও অপরিপক্ক ট্রাক চালক দিয়ে ট্রাক পরিচালনা, বাজার মনিটরিং ও এর মূল্য নিয়ন্ত্রণ, লঞ্চ ও ফেরি ঘাটে বাড়তি ভাড়া আদায়, অপ্রাপ্তবয়স্ক মোটরসাইকেল চালক ও রেজিষ্ট্রেশন বিহীন মোটরসাইকেল চলাচল বেপরোয়া ও অতিরিক্ত গতিতে চলাচল, যত্রতত্র ইজিবাইক পার্কিং/পার্কিং ব্যবস্থা না থাকলেও গাড়ি পার্কিং, ডেঙ্গু নিয়ন্ত্রণে পর্যাপ্ত ব্যবস্থা, পৌরসভায় ফগার মেশিন না থাকা, হাটের দিনে ক্রেতা বিক্রেতার টেক্স বন্ধে, বিভিন্ন বোডিংয়ে ও চরকর্ণেরশোনা কলাবাগানে জুয়া খেলা, কুশাহাটা চরের জল মহল নিয়ে পাবনার জেলেদের দখল নেয়ার চেষ্টা, গ্রামীণ জনপদে মাদকের ছড়াছড়ি, ডেঙ্গু পরিস্থিতি খারাপ হচ্ছে, এডিস মশার প্রকোপ কমাতে ব্যবস্থা ও সচেতনতা তৈরিতে কার্যকর ব্যবস্থা বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ এবং দৌলতদিয়া ঘাটের সুষ্ঠু ব্যবস্থাপনা, বাল্যবিবাহ রোধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধিকরণ ও কঠোর ব্যবস্থা গ্রহণে উপজেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের জন্য আহ্বান জানান।

সোশাল মিডিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: