Rajbari Protidin

২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , শনিবার
ব্রেকিং নিউজ

রাজবাড়ীতে প্রধানমন্ত্রী কর্তৃক ৪২ কোটি টাকা ব্যায়ে নির্মিত শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ১২ প্রতিষ্ঠানের উদ্বোধন

জহুরুল হক : রাজবাড়ীতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ৪২ কোটি টাকা ব্যয়ে নির্মিত ১২ টি প্রতিষ্ঠান উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ে রাজবাড়ী-১ আসনের সাংসদ ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ¦ কাজী কেরামত আলী, জেলা প্রশাসক আবু কায়সার খান ও পুলিশ সুপার জি.এম আবুল কালাম আজাদ সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
রাজবাড়ী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রতিশ চন্দ্র সেন জানান, মঙ্গলবার প্রধানমন্ত্রী রাজবাড়ীতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে বাস্তবায়নকৃত ১২ টি প্রতিষ্ঠানের উদ্বোধন করেছেন। এরমধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন ২৮ কোটি ৮৫ লক্ষ ৬৫ হাজার টাকা ব্যয়ে ৯ টি প্রতিষ্ঠান এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন ১৩ কোটি ২৬ লক্ষ ৩৮ হাজার টাকা ব্যয়ে ৩ টি প্রতিষ্ঠানের নির্মাণ কাজ বাস্তবায়িত হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন বাস্তবায়িত প্রকল্পসমূহ হল রাজবাড়ী সরকারী কলেজে ৫ তলা ভীত বিশিষ্ট ৫তলা প্রশাসনিক ভবন নির্মাণ কাজ, পাংশার হাবাসপুরে ড. কাজী মোতাহার হোসেন কলেজ এর প্রশাসনিক কাম-একাডেমিক ভবন নির্মাণ কাজ, রাজবাড়ী সদরের বসন্তপুর কো-অপারেটিভ হাইস্কুল এর ৪ তলা ভীত বিশিষ্ট ৪ তলা একাডেমিক ভবন নির্মাণ কাজ, চন্দনী টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট স্কুল এ্যান্ড কলেজ এর ৪ তলা ভীত বিশিষ্ট ৪ তলা একাডেমিক ভবন নির্মাণ কাজ, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মডেল হাইস্কুল এর ৪ তলা ভীত বিশিষ্ট ৪ তলা একাডেমিক ভবন নির্মাণ কাজ, পাংশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪ তলা ভীত বিশিষ্ট ৪ তলা একাডেমিক ভবন নির্মাণ কাজ, যশাই উচ্চ বিদ্যালয়ের ৪ তলা ভীত বিশিষ্ট ৪ তলা একাডেমিক ভবন নির্মাণ কাজ, কালুখালী উপজেলাধীন কালুখালী উচ্চ বালিকা বিদ্যালয়ের ৪ তলা ভীত বিশিষ্ট ৪ তলা একাডেমিক ভবন নির্মাণ কাজ এবং বালিয়াকান্দি উপজেলাধীন ইন্দুরদি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ কাজ।
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন বাস্তবায়িত প্রকল্পসমূহ হল রাজবাড়ী জেলা সদরে রাজবাড়ী টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের ৫ তলা ভীত বিশিষ্ট ৫ তলা একাডেমিক কাম-ওয়ার্কশপ নির্মাণ কাজ, মরডাঙ্গা সেকেন্দারিয়া ফাজিল মাদ্রাসা এর ৪ তলা ভিত বিশিষ্ট ৪ তলা একাডেমিক ভবন নির্মাণ কাজ এবং গোয়ালন্দ উপজেলার জামতলা দাখিল মাদ্রাসা এর ৪ তলা ভীত বিশিষ্ট ৪ তলা একাডেমিক ভবন নির্মাণ কাজ।
তিনি আশা প্রকাশ করেন, এসব প্রকল্প বাস্তবায়নের ফলে রাজবাড়ীর বিভিন্ন পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণী কক্ষের সমস্যা দূরীকরণের মাধ্যমে শিক্ষার অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে।

সোশাল মিডিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: