Rajbari Protidin

২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , শনিবার
ব্রেকিং নিউজ

রাজবাড়ীর পিয়াংকা জুয়েলার্স থেকে চোরাই স্বর্ণ উদ্ধার

স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর বালিয়াকান্দি থানা পুলিশের অভিযানে চোরাইকৃত মালামাল সহ ৬ জন আসামীকে গ্রেপ্তার করেছে।
বালিয়াকান্দি উপজেলার বহরপুর(কুন্ডুপাড়া) গ্রামের সত্য রঞ্জন কুন্ডুর বসতবাড়ী থেকে চুরি যাওয়া ঘটনাকে কেন্দ্র করে বালিয়াকান্দি থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। ওই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ মাসুদুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় গত ১ অক্টোবর মামলার ঘটনার সাথে জড়িত তদন্তেপ্রাপ্ত আসামী বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের কাউন্নাইর (রামদিয়া) গ্রামের মোঃ কামাল মন্ডলের ছেলে মোঃ রিফাত মন্ডল (২২), বার মল্লিকা গ্রামের মোঃ আবুল মোল্লার ছেলে মোঃ আলমগীর হোসেন (২৭), বারমল্লিকা গ্রামের মোঃ আবুল মোল্লার ছেলে মোঃ আল আমিন মোল্লা (৩২), বার মল্লিকা গ্রামের মাজেদ শেখের ছেলে নয়ন শেখ (২০), হইকোল (রামদিয়া) গ্রামের আকশেদ আলী শেখের ছেলে মোঃ শাকিব হাসান ওরফে মিন্টু, পাংশা উপজেলার পাট্রা ইউনিয়নের জোনা পাট্টা গ্রামের ইউনুস বিশ্বাসের ছেলে মোঃ সুমন বিশ্বাস (২৫) দেরকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে চোরাইকৃত লুন্ঠিত মালামাল উদ্ধারের অভিযান পরিচালনা করে রাজবাড়ী সদর থানার ঘোষপট্টি এলাকার ব্যবসায়ী ও রাজবাড়ী সদর উপজেলার বানিবহ গ্রামের মৃত ভবতোষ কর্মকারের ছেলে তপন কর্মকারের প্রিয়াংকা জুয়েলার্স থেকে একজোড়া স্বর্ণের কানের দুল ও একটি স্বর্ণের আংটি উদ্ধার করা হয়। তাদের কাছ থেকে একটি স্যাম্পনী কালো রঙের বাটুন যুক্ত মোবাইল ও নগদ ১১ হাজার ২শত টাকা চোরাইমাল হিসেবে উদ্ধার করেন। গ্রেপ্তারকৃত আসামীদেরকে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হলে তাদেরকে কারাগারে প্রেরণ করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ মাসুদুর রহমান বলেন, আসামীরা টার্গেট করে স্বর্ণালংকার ও নগদ টাকার লোভে চুরি করে। এদের অন্যান্য সহযোগিদের অভিযান অব্যাহত রয়েছে।

সোশাল মিডিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: