Rajbari Protidin

২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , শনিবার
ব্রেকিং নিউজ

দৌলতদিয়া কেকেএস টিভিইটি সুইং প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত

জহুরুল ইসলাম হালিম : রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ার কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস) এর টিভিইটি-সুইং প্রশিক্ষণ কার্যক্রমের ১ম ব্যাচের প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী ও সনদপত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টায় দৌলতদিয়া কেকেএস প্রবীণ সামাজিক কেন্দ্রে কেকেএস নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বারের সভাপতিত্বে ও কেকেএস টিভিইটি প্রকল্পের সহকারি ম্যানেজার মোঃ মঞ্জুরুল আলমের সঞ্চালনায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন, দক্ষিণ কোরিয়া হতে আগত বিএইউএম সভাপতি প্যঃ ওন সাং কিম, বিএইউএম ট্রেজারার মিঃ অমল বাড়ৈ, বিসিএসএস ডিরেক্টর মিঃ সোহাগ তোতন বৈদ্য, বিসিএসএস প্রজেক্ট কোঅর্ডিনেটর মিঃ রনি সরকার, দৌলতদিয়া ইউপি ৪ নং ওয়ার্ড সদস্য মোঃ আলমগীর হোসেন, সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ নুরজাহান বেগম, রিকোপ প্রজেক্ট ম্যানেজার আশিশ মন্ডল, কেকেএস প্রোগ্রাম কোর্ডিনেটর শাহাদৎ হোসেন, সিএসইসি প্রকল্পের প্রকল্প কর্মকর্তা জুলিয়ানা বাড়ৈ প্রমুখ।
উল্লেখ্য, দৌলতদিয়া যৌনপল্লীর মহিলাদের বিকল্প সংস্থান সৃষ্টির লক্ষে কেকেএস টিভিইটি-সুইং মেশিন সেন্টারে ১ম ব্যাচে ৬ মাস ব্যাপী অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা ১৮ জন যৌনকর্মী মহিলাদের প্রশিক্ষণ শেষে সনদপত্র তুলে দেয়া হয়। প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ শেষে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেনসহ আগত অতিথিবৃন্দ যৌনপল্লীর ভেতরে অবস্থিত যৌনকর্মী মহিলাদের নিরক্ষরতা দূরিকরণে প্রতিষ্ঠিত ব্রোথেল এডাল্ট লাইট স্কুল উদ্বোধন করেন। উদ্বোধন পরবর্তীতে যৌনপল্লীর পাশ্ববর্তী পোড়াভিটায় অবস্থিত যৌনকর্মীদের শিশুদের দিন-রাত থাকার স্থান ইন ফ্যান্ট কেয়ার সেন্টার (আইসিসি), কেকেএস সেভ হোম পরিদর্শন করেন। প্রকল্পটি কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস) বাস্তবায়নে আর্থিক সহযোগিতায় রয়েছেন বাংলা হেল্প এবং বিসিএসএস।

সোশাল মিডিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: