Rajbari Protidin

২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , শনিবার
ব্রেকিং নিউজ

দৌলতদিয়া ফেরি ঘাটে মা ইলিশ সংরক্ষণে সচেতনতামূলক সভা

জহুরুল ইসলাম হালিম : রাজবাড়ীর গোয়ালন্দে ২০২৩ -২০২৪ অর্থবছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে ১২ অক্টোবর হতে ২ নভেম্বর ২২ দিন ইলিশ ধরা থেকে বিরত রাখতে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৪টার দিকে গোয়ালন্দ উপজেলা ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত উপজেলা টাস্কফোর্স কমিটির আয়োজনে দৌলতদিয়া ১নং ফেরি ঘাটের এ সভা অনুষ্ঠিত হয়ছে। গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে ও রাজবাড়ী সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ও গোয়ালন্দ উপজেলার দায়িত্ব প্রাপ্ত মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজিবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান। বিশেষ অতিথি ছিলেন, রাজবাড়ী পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মশিউর রহমান, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তফা মুন্সি, রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াছমীন, গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার, গোয়ালন্দ উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান চৌধুরী, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ গোলজার হোসেন মৃধা, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাফিজুল ইসলাম, দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ জেএম সিরাজুল কবির, রাজবাড়ী জেলা মটর চালক লীগের সভাপতি তোফাজ্জল হোসেন তপু প্রমূখ।
এসময় বক্তারা বলেন, সরকার মা ইলিশ রক্ষায় কাজ করে যাচ্ছে। নির্দিষ্ট সময়ে ইলিশের বংশ বিস্তারের জন্য ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মা ইলিশ শিকার করলে পরবর্তীতে ইলিশের সংকট দেখা দেবে। তাই নির্ধারিত সময়ে আইন মান্য করে সবাইকে ১২ অক্টোবর থেকে ০২ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ শিকার থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়। ইলিশ সম্পদ রক্ষায় আরও বিভিন্ন পরামর্শ দেন স্থানীয় জেলেদেরকে।

সোশাল মিডিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: