Rajbari Protidin

২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , শনিবার
ব্রেকিং নিউজ

গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল দিবস উদযাপন

জহুরুল ইসলাম হালিম : “শেখ রাসেল দীপ্তিময় নির্ভীক নির্মল দুর্জয়” এ প্রতিপাদ্যে রাজবাড়ীর গোয়ালন্দে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০ তম জন্মবার্ষিকী উপলক্ষে নানা আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপি শেখ রাসেল দিবস উদযাপন করা হয়েছে। বুধবার সকাল ৯ টায় জন্মদিন উপলক্ষে উপজেলা কার্যালয়ের সামনে স্থাপিত শেখ রাসেলের ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ, সাড়ে ৯টায় র‌্যালি, ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে কেন্দ্রীয়ভাবে আয়োজিত উদ্বোধনী ও শেখ রাসেল পদক প্রদান অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার, সাড়ে ১০টায় ‘শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়’ প্রতিপাদ্য নির্ভর আলোচনা সভা, ১১টায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ, এবং বাদ যোহর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রসহ উপজেলার অন্যান্য সকল মসজিদে দোয়া মাহফিল এর মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী। আরও উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা মুন্সি, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন কুমার মজুমদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. নার্গিস পারভীন, জেলা কৃষক লীগের আহবায়ক মোঃ আবু বক্কার খান, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ও গোয়ালন্দ উপজেলা যুব লীগের সভাপতি মোঃ ইউনুস মোল্লা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হাসান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ কবির হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল হোসেন, গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলজার হোসেন মৃধা, দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাফিজুল ইসলাম, গোয়ালন্দ উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম সালু, ছোটভাকলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মোঃ গিয়াসপুরী সহ মুক্তিযোদ্ধা, উপজেলার সকাল দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা শেখ রাসেলের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তারা শেখ রাসেলের আতœত্যাগ শক্তিতে রুপান্তর করে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সোশাল মিডিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: