Rajbari Protidin

২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , শনিবার
ব্রেকিং নিউজ

কালুখালীতে পাটবীজ চাষী প্রশিক্ষণ

আবু সাঈদ : রাজবাড়ীর কালুখালীতে নির্বাচিত পাটবীজ উৎপাদনকারী চাষী প্রশিক্ষন প্রদান করা হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে পাট অধিদপ্তর কতৃক বাস্তবায়িত উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় নির্বাচিত পাট বীজ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ প্রদান করা হয়।
উপজেলা পরিষদ হল রুমে প্রশিক্ষণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত ) মেহেরুন্নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভার্চুয়ালী যুক্ত হন পাট অধিদপ্তরের উপ-সচিব মোঃ লুৎফর রহমান শিকদার । বিশেষ অতিথি হিসেবে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ, বীজ প্রত্যয়ন অধিদপ্তরের উপ- পরিচালক মোঃ মাছিদুর রহমান, সহকারী পরিচালক (পাট উন্নয়ন) জাহিদুর রহমান, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আজিম-উল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার নাঈমুর রহমান, উপ-সহকারী পাট উন্নয়ন অফিসার মোঃ আবু রায়হান, উপ-সহকারী পাট উন্নয়ন অফিসার পাংশা কৃষ্ণ চন্দ্র বর্মণ, রালিয়াকান্দি উপ-সহকারী পাট উন্নয়ন অফিসার সিহাবুর রহমান প্রমুখ প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষণে ১শত জন নির্বাচিত পাটচাষী অংশগ্রহণ করেন।

সোশাল মিডিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: