Rajbari Protidin

২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , শনিবার
ব্রেকিং নিউজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন : রাজবাড়ী-১ আসনে কাজী ইরাদত আলীর মনোনয়ন চাইলেন জিল্লুল হাকিম এমপি

স্টাফ রিপোর্টার : করোনা মহামারী সহ বিভিন্ন দূর্যোগে এ অঞ্চলের সাধারণ জনগণের আশা ভরসার একমাত্র আশ্রয়স্থল এবং দলীয় নেতা-কর্মীদের ভালবাসার প্রতীক , জনপ্রিয়তার শীর্ষে থাকা রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীর পক্ষে আগামী সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ (সদর-গোয়ালন্দ) আসনে মনোনয়ন চাইলেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের এমপি বীরমুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম ।
মঙ্গলবার সন্ধ্যায় গোয়ালন্দ কোর্ট চত্বরে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বিশাল কর্মী সভায় প্রধান অতিথির বক্তৃতায় আওয়ামী লীগ সভানেত্রীকে উদ্যেশ্য করে এ আহবান জানান। বঙ্গবন্ধু কন্যা, দেশরতœ শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি উপলক্ষে গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এ কর্মী সভার আয়োজন করা হয়। গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান বক্তা ছিলেন, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী।
কর্মী সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শফিকুল মোরশেদ আরুজ, রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু, রাজবাড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফি, জেলা আওয়ামী যুবলীগের সভাপতি শওকত হাসান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজীব, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সহ সম্পাদক ইঞ্জিনিয়ার রেজাউল করিম, জেলা ছাত্রলীগের সভাপতি শাহীন শেখ প্রমুখ। সভা সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ।
স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তৃতা করেন, দোলতদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুর রশিদ টিটু, ছোট ভাকলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন, দেবগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাফিজুল ইসলাম, উজানচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দীন রনি প্রমুখ।
সভায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক ফকরুজ্জামান মুকুট, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. শফিকুল আযম মামুন, সাংগঠনিক সম্পাদক প্রদীপ্ত চক্রবর্তী কান্ত, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাজী রাকিবুল হোসেন শান্তুনু, প্রচার সম্পাদক এ্যাড. মোঃ সফিকুল হোসেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান মিয়া সোহেল, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আজম আলী মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।
সভার শুরুতে আওয়ামী লীগের প্রয়াত নেতাকর্মীদের আতœার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করেন।
প্রধান অতিথির বক্তৃতায় জিল্লুল হাকিম এমপি আরও বলেন, জনপ্রিয়তা দেখে আগামী নির্বাচনে মনোনয়ন দিতে হবে। নইলে ফলাফল পাওয়া যাবেনা। সেকারণে শেখ হাসিনাকে আগামী দিনের প্রধানমন্ত্রী করতে হলে রাজবাড়ীর দু’টি আসনে আওয়ামী লীগের প্রার্থীকে নির্বাচিত করতে হবে। আর রাজবাড়ী-১ আসনে দলীয় নেতা-কর্মী ও সাধারণ জনগণের কাছে সবচেয়ে জনপ্রিয় নেতা কাজী ইরাদত আলীকে মনোনয়ন দিতে হবে।
তিনি বলেন, অনেক সুযোগ সন্ধানী সোনার চামচ মুখে নিয়ে নেতা হয়েছে এখন আখের গোচাচ্ছে। দলের জন্য তাদের কোন ত্যাগ নেই। আপনাদের নেতা কাজী ইরাদত আলী ৭৫ পরবর্তী সময় থেকে দলকে তিলে তিলে সংগঠিত করেছে।
সভায় তৃণমূলের বক্তারাও আগামী জাতী সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ আসনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীকে আওয়ামী লীগের মনোনয়ন প্রদানের দাবী জানান।

সোশাল মিডিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: