Rajbari Protidin

২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , শনিবার
ব্রেকিং নিউজ

পাংশায় বর্ণাঢ্য আয়োজনে শিক্ষক দিবস পালিত

মাসুদ রেজা শিশির : শিক্ষকরাই জাতির শ্রেষ্ট সন্তান। সম্মান পাওয়ার অধিকার তাদেরই। আমি আমার জীবনে আমার শিক্ষকদের ছাড়া কাউকে স্যার বলে ডাকিনি। শিক্ষকরাই এদেশের শ্রেষ্ঠ সম্পদ, শিক্ষকদের মাধ্যমে আমাদের এলাকার কৃতি সন্তানদের জন্ম হয়েছে। আমাদের এ অঞ্চলের কৃতি সন্তান মোহাম্মদ আবু হেনা, ড. কাজী ওদুদ, এয়াকুব আলী চৌধুরী, ড. কাজী মোতাহার হোসেন। আমাদের এ এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের যোগ্য শিক্ষার্থী তাদের সময় যে শিক্ষকরা ছিলেন তারা যত্ন করে শিক্ষা প্রদান করেছেন। ভাল শিক্ষকদের নাম ছড়িয়ে পরে চতুর দিকে। বর্তমানে কিছু অযোগ্য শিক্ষকদের হাদিয়ার মাধ্যমে নিয়োগ দিয়ে প্রতিষ্ঠানকে ধংস করা হয়েছে। আমাদের শিক্ষার্থীরা শিক্ষককের কাছে প্রাইভেট না পড়লে তাদের ফেল করানোর মতো শিক্ষকও আছেন। আমি আজ বিশ্ব শিক্ষা দিবসে বলবো আপনারা ভাল করে শিক্ষা প্রদান করান, নিবেদিত হতে হবে শিক্ষার মাধ্যমে তাদের আমাদের শিক্ষার্থীদের যোগ্য করে গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে শিক্ষকের ভূমিকা অপরিসীম। শিক্ষকরা ভাল করে পাঠদান করালে অবশ্যই ভাল শিক্ষার্থী বের হবে। সরকারী শিক্ষকদের সাথে বে-সরকারী শিক্ষকদের বৈষম্য একদিন দূর হবে। তবে বে-সরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরাও বেশ ইনকাম করেন প্রতিষ্ঠান থেকে এটাও ঠিক। বৃহস্পতিবার রাজবাড়ীর পাংশায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে পাংশা সরকারি কলেজ প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় পরে উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পাংশা উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবসে পাংশা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ক্যাপ্টেন মোঃ ইয়ামিন আলী’র সভাপতিত্বে ও উদয়পুর হাইস্কুলের প্রধান শিক্ষক সামসুল আলম’র সঞ্চালনায় ”কাক্সিক্ষত শিক্ষার জন্য শিক্ষক ,শিক্ষক সল্পতা পূরণ বৈশ্বিক অপরিহার্যতা” শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন পাংশা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ও রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ। এছাড়াও বিশ্ব শিক্ষক দিবসে বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহ জাতীয় করণের দাবী তুলে বক্তব্য রাখেন মাছপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ কিশোর কুমার দাস, পাংশা সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আওয়াবুল্লাহ ইব্রাহিম, মাছপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও রাজবাড়ী জেলা পরিষদের সদস্য মোছাঃ সফুরা খাতুন, পাংশা মহিলা কলেজের অধ্যক্ষ এ বি এম ওহেদুজ্জামান ডাবলু, শরিসা বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ, পাংশা শাহজুই কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবু মুসা আশয়ারী, পাংশা সরকারি জর্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) রাশেদা খাতুন, চরঝিকড়ী মকবুল হোসেন স্মৃতি আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল কুদ্দুসসহ পাংশা উপজেলার সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকগনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সোশাল মিডিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: